রাজশাহী রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২


ভেঙ্গে পড়েছে ভোলাহাট শিকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২০ ২০:১৭

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ০২:৩২

ভোলাহাটের শিকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেঙ্গে পড়া শ্রেণিকক্ষ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় শিকারী মডেল বালিকা বিদ্যালয়টি ২০০১ সালে এলাকাবাসির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ভোলাহাট সদর ইউনিয়নে কোন বালিকা বিদ্যালয় না থাকায় নারী শিক্ষার অগ্রগতির জন্য এই বালিকা বিদ্যালয়টি খুব প্রয়োজনীয় ছিল। ১৯ বছর ধরে বিনা বেতন ভাতা ছাড়াই ১২জন শিক্ষক/কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।

গত ২৩/২০১৯ ইং তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে ভোলাহাট উপজেলায় একটি মাত্রশিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়টি থেকে প্রতি বছর পাসের হার শত ভাগ। কিন্তু বিদ্যালয়টিতে পাঠদানের জন্য কোন পাকা ভবন নাই। টিন ও খড়ের তৈরি জরাজির্ণ শ্রেণিকক্ষে শিক্ষক মন্ডলী পাঠদান দিয়ে আসছিলেন। কিন্তু সেই জরাজির্ণ শ্রেণিকক্ষগুলো পুরাতন হয়ে ভেঙ্গে পড়েছে।

বর্তমানে বিদ্যালয়টিতে আড়াই শত ছাত্রী অধ্যয়নরত আছেন। এর মধ্যে কোরানা মহামারির কারণে স্কুল বন্ধ। তারপর এক নাগাড়ে বৃষ্টিপাতের কারণে ৫টি পুরাতন টিনসেড শ্রেনি কক্ষ ভেঙ্গে পড়েছে। এখন স্কুল চালু হলে স্কুলের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান দিতে হবে। ফলে চরম বিপদের মধ্যে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। 

বেতন ভাতা বা স্কুলের কোন অর্থ তহবিল না থাকায় শ্রেনি কক্ষ নিমার্ণ করতে পারছেন না স্কুল কতৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস সুজন জানান, সুযোগ্য জননেত্রী শেখ হাসিনা তার স্কুলকে এমপিও ভুক্ত করার কৃজ্ঞতা জ্ঞাপন করেন এবং বর্তমানে স্কুলটিতে শ্রেণিকক্ষ ভেঙ্গে পড়ায় নির্মাণ করতে না পারায় পাকা শ্রেণিকক্ষ নির্মাণের দাবী করেন। এদিকে কক্ষ নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন বলে জানান।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top