ডিবিওয়াইএস’র কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন
শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়নমূলক যুব সংগঠন ‘ড্রীম বাংলাদেশ ইয়ুথ সোসাইটি’ (ডিবিওয়াইএস)-এর কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর মিয়াপাড়া এলাকার আবিদ মঞ্জিলে এই কার্যালয়ের উদ্বোধন করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিরা ইয়াসমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিসজ্জুামান মানিক, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুব আলম, মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসলাম-উদ-দৌলা।
এছাড়াও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সভাপতি এম ওবাইদুল্লাহ, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নবৃত্ত’র প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল মাওয়া, নাহিদ হোসেন, আসাদুজ্জামান রাজু, সাংবাদিক আমানুল্লাহ, জাহিদুল ইসলাম, শারমিন সুলতানা, রাবেয়া খাতুন টিনাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সম্পাদক, সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং ডিবিওয়াইএসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিখির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা রাজশাহী কলেজর অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, আমাদের এই স্বপ্নের বাংলাদেশের গর্ব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের যুব সমাজের কেউ কেউ যখন নিজেদের পথ থেকে বিচ্যুত হচ্ছে, সুন্দরের পথ থেকে বিচ্যুত হচ্ছে, তখন জন্ম হচ্ছে ডিবিওয়াইএসের মতো সৃজনশীল সংগঠনের। ফলে আমরা আবারো নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করি। তিনি তরুণ সমাজকে সাংগঠনিক ও সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
‘ড্রীম বাংলাদেশ ইয়ুথ সোসাইটি’ যে প্রতিশ্রুতি নিয়ে, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে সংগঠনটি গড়ে তুলেছে, সে লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়িত হবে তাদের কর্মযজ্ঞের দ্বারা, এই প্রত্যাশা করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে ২০১৯ সালের ৬ মার্চ যাত্রা শুরু করে এই সংগঠনটি। প্রতিষ্ঠার শুরুতে ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ (ডিবিওয়াইও) নামে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: