বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরসিআরইউ’র নতুন কমিটির শ্রদ্ধা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নবনির্বাচিত কমিটি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, সংগঠনের উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, আরসিআরইউ’র সদ্য সাবেক সভাপতি বাবর মাহমুদ, সভাপতি এম ওবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রুকাইয়া মীম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেহের আলী দূর্জয়, নির্বাহী সদস্য কুলসুম সাফরিন ও আবু সাঈদ রনি।
এর আগে, বিকেল ৩টা থেকে সভাপতি এম ওবাইদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ’র সঞ্চালনায় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় ও আগামী বছরের জন্য বার্ষিক ও মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এদিকে, নতুন এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা। পৃথক বিবৃতিতে রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক রিজভী আহমেদ এবং রাবি প্রেসক্লাবে সভাপতি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লব নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ নতুন কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
উল্লেখ্য, এর আগে গত রোববার রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রিকেয়ার২৪.কম’র রাজশাহী প্রতিনিধি মোফাজ্জল বিদ্যুৎ।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: