রাজশাহী মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ডিজিটাল প্রেজেন্টেশন প্রস্তুতে রাজশাহীতে শ্রেষ্ঠ বরেন্দ্র কলেজ


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২১:৫২

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২০ ২২:০১

জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বরেন্দ্র কলেজ অধ্যক্ষ।

ডিজিটাল প্রেজেন্টেশন প্রস্তুতে রাজশাহী জেলায় শ্রেষ্ঠ হয়েছে বরেন্দ্র কলেজ। ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক প্রতিযোগিতায় কলেজটি প্রথম স্থান অর্জন করে।

১২ ডিসেম্বর 'ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর' শিরোনামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকৃত বিভিন্ন কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বরেন্দ্র কলেজের ছাত্র মো. মশিউর রহমান। সে ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

কলেজের আইসিটি বিভাগীয় প্রধান মো. আমিনুল হাসানের তত্ত্বাবধানে অংশগ্রহণ করে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ কৃতিত্ব অজর্ন করে সে। এতে সে অত্যন্ত আনন্দিত।

সনদপত্রসহ অন্যানী বিজয়ী সামগ্রী নিচ্ছে মো. মশিউর রহমান

জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছ থেকে বিজয়ী সনদ গ্রহণ করেন বরেন্দ্র কলেজ অধ্যক্ষ। পরে অধ্যক্ষ সেটি তুলে দেন বিজয়ী মো. মশিউর রহমানের হাতে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top