রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রাবিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২১ ০০:২৭

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৭:৩৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের (দলীয় টেন্ট) পেছন থেকে এক আনন্দ র‌্যালির মাধ্যমে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি গোলাম কিবরীয়া বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষ তখন নিরাপদে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য রাবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। জননেত্রীর বিশ্বস্ত সদস্য হয়ে আমরা এগিয়ে যাবো।’ সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top