রাজশাহী বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বেরোবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২১ ০২:১২

আপডেট:
৭ মে ২০২৫ ১৪:১৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ

উৎসবমুখর পরিবেশে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৪ জানুয়ারি) বিকাল চারটায় দিবসটি উপলক্ষে ছাত্রলীগের দলীয় আনন্দ শোভাযাত্রা শুরু করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেক কাটেন।

এসময় বেরোবি শাখা ছাত্রলীগের নেতা মারুফ ভুঁইয়ার সঞ্চালনায় সভাপতি তুষার কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য বেরোবি শাখা ছাত্রলীগ কাজ করে যাবে। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে দেশকে সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়াও বিকেল ৪টায় ইইই বিভাগের গ্যালারি রুমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ, বঙ্গবন্ধু হল সভাপতি পোমেল বড়ুয়া সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের আলোচনা সভায় অংশগ্রহণ করেন শাখা ছাত্রলীগের নেতকর্মীরা। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top