রাজশাহী বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


রাবি ছাত্রদলের কমিটি: দশ মাসেও শেষ হয়নি ১৫ দিনের অপেক্ষা


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২১ ০০:৩৫

আপডেট:
৭ মে ২০২৫ ১৪:০৮

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে গত বছরের ছয় মার্চ। এর ১৫ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত দিয়েছিল বাংলাদেশ ছত্রদলের কেন্দ্রীয় সংসদ। কিন্তু দশ মাসেও নেওয়া হয়নি বিলুপ্ত কমিটি পুর্নগঠনের কোন পদক্ষেপ বা গঠন করা হয়নি কোনো আহ্বায়ক কমিটি।

দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় মুখ থুবড়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। পদ প্রত্যাশীদের মধ্যে বিরাজ করছে হতাশা। দলীয় কোন কার্যক্রম না থাকায় ঝিমিয়ে পড়েছে নেতা-কর্মীরা। আবার অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এমতাবস্থায় নতুন নেতৃত্ব ছাড়া বিকল্প কোনো পথ দেখছেন না দলের একাধিক নেতাকর্মী।

এছাড়াও অনেকে অভিযোগ দিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আধিপত্য, যখন তখন দলীয় নেতাকর্মীদের শিবির বলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগীতার করণে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে খুব একটা উপস্থিতি নেই তাদের।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ জুলাই ইমতিয়াজ আহমেদকে সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য রাবি শাখার কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ২৪ জুলাই।

এরপর ২০২০ সালের ৬ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সহদফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী ১৫ দিনের মধ্যে (২০ মার্চ) নিয়মিত ছাত্রদের প্রত্যক্ষ অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বিলুপ্তি কমিটি পুর্নগঠন করা হবে।

জানতে চাইলে নাম প্রকাশ না করা শর্তে ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, সংগঠনের নেতৃত্ব না থাকলে চেই অব কমান্ড থাকে না। আগের কমিটির সভাপতি-সম্পাদক অনেক আগেই চলে গেছেন। এছাড়াও দীর্ঘ দিন রাজনীতির সঙ্গে থেকে পদ না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন অনেকে। ফলে নেতৃত্বে একটা সংকট দেখা দিয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠনে বিলম্ব হয়েছে। আমরা আহ্বায়ক কমিটি করবো। ইতোমধ্যে কমিটি জমা হয়ে আছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে যেকোনো সময় কমিটি ঘোষণা করা হবে।


আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top