রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

ভোলাহাটে প্রশাসনের ঘড়ি উপহার পেলেন বীর মুক্তিযোদ্ধারা


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ০০:১৭

আপডেট:
৫ মে ২০২৫ ০৮:১১

ছবিঃ বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঘড়ি তুলে দেওয়া

ভোলাহাটে উপজেলা প্রশাসনের ঘড়ি উপহার পেলেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান একটি করে দেয়ার ঘড়ি উপহার তুলে দেন বীর মুক্তিযোদ্ধাদের হাতে।

উপজেলার মোট ১'শ ৪৮ জন বীর মুক্তিযোদ্ধাকে ভালো মানের একটি করে দেয়াল ঘড়ি তুলে দেয়া হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার, জামবাড়ীয়া ইউনিয়ন কমান্ডার তৈয়মুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্যতিক্রমী উপহার পেয়ে বেশ আনন্দিত ও গর্বিত হয়েছেন বলে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top