রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

গোমস্তাপুরে ধান দিতে এসে ফিরে গেলেন তিন কৃষক


প্রকাশিত:
৩ জুলাই ২০২১ ২০:৫৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:০৩

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাদ্য কর্মকর্তার খোঁড়া অজুহাতে খাদ্য গুদামে ধান দিতে এসে ফিরে গেলেন তিন কৃষক। শনিবার দুপুরে উপজেলা সদর রহনপুর খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে তারা ধান দিতে খাদ্য গুদামের প্রধান ফটকে এলে ধানে চিটা আছে এমন অভিযোগ তুলে ধান না নিয়ে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়। তারা আরও অভিযোগ করেন, কৃষক নামধারী কিছু লোকের কাছ থেকে অর্থের বিনিময়ে নিম্ন মানের ধান নেয়া হচ্ছে অথচ সামান্য চিটার কারণে তাদের ধান নেয়া হয়নি।

কৃষকদের অভিযোগ প্রসঙ্গে ওই খাদ্য কর্মকর্তা শাকিলা নাসরিন জানান, তাদের ধানে চিটা (পাতান) থাকায় তার ধান ফেরত পাঠানো হয়েছে। পাতান মুক্ত করে নিয়ে এলে তাদের ধান নেয়া হবে।

এদিকে, উপজেলায় ধান-চাল সংগ্রহে ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে প্রকৃত কৃষকদের হয়রানির অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করলেও তারা কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন অনেকেই। এ ফলে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান ব্যাহত হবে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেন।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top