রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

র‌্যাবের অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
১৮ জুলাই ২০২১ ১৭:৪২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১১:১৩

জব্দকৃত বস্তু

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে শরিফুল ইসলাম (২৫) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চৌডালা কলেজপাড়া এলাকার জহুর আহম্মেদ কলেজ গেটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত শরিফুল জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর মুকিমপুর এলাকার এফতাজ আলীর ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী শরিফুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top