ভোলাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা চূড়ান্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনুর্ধ্ব-১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব চূড়ান্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেলে উপজেলার রামেশ্বর হাই স্কুল মাঠে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ গ্রহণ করেন উপজেলার ভোলাহাট ও দলদলী ইউনিয়নের বালকেরা। এ সময় অনুষ্ঠিত খেলার নির্ধাারিত সময়ে ০-১ গোলে দলদলীকে হারিয়ে ভোলাহাট ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ রাব্বুল হোসেনসহ উপস্থিত অতিথিরা।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআসাদুজ্জামান,সাব-রেজিষ্টার বিদ্যুৎ কুমার মন্ডল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরজেদ আলী ভুটুসহ অন্যরা।
৩০মিনিট করে ৬০ মিনিটের এ খেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম, সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাকিবুল ইসলাম বুলু, মোঃ সেলিম রেজা ও রকিবুল ইসলাম।উল্লেখ্য বিজয়ী এ ফুটবল দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতিযোগিতা করে।
আরপি/এসআর-০৮
বিষয়: ভোলাহাট ফুটবল টুর্নামেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: