জন্ম মৃত্যু নিবন্ধনে দেশসেরা গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ
-2021-10-07-18-23-10.jpg)
সারাদেশে জন্ম ও মৃত্যুর নিবন্ধনে দেশের প্রথম স্থান দখল করেছে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। এ খবরে আনন্দের বন্যায় ভাসছে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।
গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের জানান, ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল বলেছেন, সারাদেশের মধ্যে জন্ম ও মৃত্যুর নিবন্ধন সফল ভাবে করায় ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রথমস্থান লাভ করেছে। তিনি বলেন, এ খবরে আমরা ইউনিয়ন পরিষদের সকলে আনন্দিত।
আরপি/এসআর-১৪
আপনার মূল্যবান মতামত দিন: