রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মবার্ষিকীতে আলোচনা সভা


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ০৬:১৯

আপডেট:
৫ মে ২০২৫ ০১:০৬

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৯৬ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা করেছে নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা'। সোমবার বিকেল সাড়ে চারটায় নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগ মিলনায়তনে এ আলোচানা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ন আহবায়ক ছবি রানী সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মো. সায়েদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মো. রফিক হাসান বাবলু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আলী উজ্জামান নূর, হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি রাজেন হরিজন, প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম প্রমুখ।

সংগঠনের সদস্য সচিব মনোয়ারা খাতুনের সঞ্চালনায় বক্তারা বলেন, মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামে আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে শ্রমজীবী মানুষদের জন্য ইলা মিত্রের আত্মত্যাগ। তিনি সাধারণ মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে তাঁদের জীবনের সাথে মিশতে হবে তা শিখিয়ে গেছেন। আর তাই ইলামিত্রের জীবন ও সংগ্রাম পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা।

 

আরপি/ এমএএইচ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top