রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ০২:০৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:৩৫

ছবি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলী

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় হোসেন আলী (৪২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্তপ্রাপ্ত হোসেন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগের আব্দুল মতিনের ছেলে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী, আসামীর উপ¯ি’তিতে এ রায় দেন। সেই সাথে বিচারক রায়ে হোসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেন।

অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ১৯ আগস্ট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার হোসেন আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ১’শ গ্রাম হেরোইন ও ১১ হাজার ৮’শ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে ২ জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম ২০১৭ সালের ২৪ নভেম্বর হোসেন আলীকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top