রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৮:৩৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:০৫

ছবি: আলোচনা সভা

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ভোলাহাট উপজেলা সমবায় ও সমবায়ীদের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহসহ অন্যরা। শেষে ৩ জন শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ও ৩ জন কর্মচারীকে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top