রাজশাহী বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২

ইউপি নির্বাচন প্রার্থীদের সাথে ভোলাহাট প্রশাসনের মতবিনিময়


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২১ ০৪:৪২

আপডেট:
৩১ জুলাই ২০২৫ ১৮:২৮

ছবি: মতবিনিময়

ছবি: মতবিনিময়

ভোলাহাটে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ৪ টি ইউনিয়নের অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সাথে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন , উপজেলা নির্বচন কর্মকর্তা মোঃ মোতাওয়াক্কিল রহমান, ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল ও সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। এছাড়া চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ভোট সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবী রেখে বক্তব্য রাখেন। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সকাল প্রার্থীগণ। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ ভাবে উপহার দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

উল্লেখ্য আলোচনা সভায় উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের প্রার্থী লতা অভিযোগ করেন, তাঁকে ২৩ ডিসেম্বর বেলা ১১টা ২৬ মিনিটের সময় সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর ০১৭৩৮২০৬৮৬৮ নাম্বার থেকে ফোন দিয়ে ৩ লাখ টাকার দাবী করে ২৬ ডিসেম্বরের নির্বাচনে নারী আসনে বিজয়ী করিয়ে দিবেন বলে প্রতারণা করেন। এ ফোন নাম্বারে ফোন দিলে প্রতিবেদকের পরিচয় পেয়ে রং নাম্বার বলে কেটে দেন। তবে তাঁর নাম সজিব বলে মোবাইল এ্যাপসে জানা গেছে।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top