রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ২১:২৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:০৯

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের একটি মাঠ থেকে ৫৯ বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, ১৮ নভেম্বর সোমবার সকাল ৮টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মো. জাকির হোসেন এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৮০/৪-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক সিজারমূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে জমা দেয়া হবে।

৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top