রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২২ ০৮:২২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:০৭

ছবি: কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার বেলা ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান।

এ সময় তিনি বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নিরলস পরিশ্রম করছে। এরই ফলশ্রুতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিগত বছরগুলোতে আমরা সফল হতে পেরেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার, পরিদর্শক সাইফুর রহমান, উপ পরিদর্শক মো. আসাদুর রহমান, উপ পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপ পরিদর্শক মো. জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মো. মামুনুর রশিদ, আব্দুল ওয়ারেস, মাসুদ মিয়া, সিপাই হাবিবা খাতুন, আরিফুল ইসলাম, আবুল বাশার, আবু জাহিদ, মোহাম্মদ সারোয়ার আলম, মাহাতাব উদ্দিন, আক্তারুজ্জামান ও সজিব আহমেদ উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top