রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে গ্রেনেট হামলার ঘটনায় আ'লীগের র‌্যালি ও আলোচনা সভা


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০৬:০০

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২০:৪৩

ছবি: ভোলাহাটে আওয়ামীলীগের আলোচনা সভায় নেতৃবৃন্দ।

ভোলাহাটে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় রবিবার বিকেল ৫টার দিগে র‌্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মেডিকেল মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড় মুজিব চত্বরে শেষ হয়। এখানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আহমেদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, উপজেলা মহিলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব সহ অন্যরা।

পরে বিশেষ ঐদিনের নিহত আহতদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরপি /এসএডি-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top