রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

গোমস্তাপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে বিএসফের পুশইন


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৩

আপডেট:
৫ মে ২০২৫ ০২:২৪

ফাইল ছবি

মাত্র ১ দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও তিন শিশু।


আটককৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমার ডাঙগা গ্রামের জাফর শেখের ছেলে এনতাজ শেখ(২৭), এন্তাজের স্ত্রী শিউলি বেগম, একই উপজেলার দিঘলিয়া গ্রামের সেরাজুলে ছেলে বেলাল(৩০), বেলালের স্ত্রী বিজলি বেগম, সন্ত্রান আরমান(৮), আবদুল্লাহ(৬), আশিয়া(৩)।

বৃহস্পতিবার চাড়ালডাঙ্গা সীমান্তের ২০৯/২৯ মেইন পিলার ও ১১৯/৩১ রিভার পিলারের কাছ থেকে এদের আটক করলেও অনেক গোপনীয়তায় রাত ১১ টায় গোমস্তাপুর থানা পুলিশের কাছে এদের সোর্পদ করে বিজিবি।

বিজিবির চাড়ালডাঙ্গা ক্যাম্পের পক্ষ থেকে কোন বক্তব্য না পাওয়া গেলেও স্থানীয় তথ্যের ভিত্তিত্বে পুশইনের বিষয়টি প্রকাশ পায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান রাতে বিজিবি চার জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top