রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নিহত ২


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩০

আপডেট:
৫ মে ২০২৫ ০০:৪৪

প্রতীকি ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকালে রহনপুর-নাচোল সড়কের চিনিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রহনপুর পৌর এলাকা প্রসাদপুর গ্রামের ইলিয়াসের ছেলে টিটু (৩০) ও একই গ্রামের কুদ্দুম আলীর ছেলে সেরাজুল (৪৪)।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে রহনপুর-নাচোল সড়কের চিনিয়াতলা এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী টিটু ঘটনাস্থলে মারা যায়। আহত সেরাজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

বর্তমানে ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top