রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-হেরোইনসহ বোমা বাবু গ্রেপ্তার


প্রকাশিত:
১৬ মার্চ ২০২০ ২০:৫০

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০১:১৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন নাহালা ফিলিং স্টেশনের পাশে আম বাগানে অভিযান পরিচালনা করে ১৫ মামলার আসামি বোমা বাবুকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চুনাখালি খলিফাপাড়ার মো. আফসার আলীর ছেলে মো. বাবু ওরফে জনি ওরফে বোমা বাবু (৩৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহারাজপুর এলাকার একটি আম বাগানে মাদক ও আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের নির্দেশনায় ও অপারেশন ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই আম বাগানে রোববার রাত সাড়ে ১০ টার দিকে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ বাবুকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র, বিস্ফোরোক, মাদক, সরকারি কাজে বাধাসহ ১৫ টি মামলা আছে গ্রেপ্তারকৃত বাবুর। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি জিয়াউর রহমান।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top