রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

করোনা প্রতিরোধে ভোলাহাটে বাড়ছে সচেতনতা


প্রকাশিত:
৩০ মার্চ ২০২০ ০৪:৩৪

আপডেট:
৫ মে ২০২৫ ০২:০৫

ছবি: প্রতিনিধি

ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ছে করোনা প্রতিরোধ সচেতনতা। মহামারি করোনাভাইরাস সারা বিশ্বে ভয়াল আকার ধারণ করেছে। যার প্রভাব সারা দেশের সাথে ভোলাহাট উপজেলাতেও পড়েছে। সরকার করোনা প্রতিরোধ সচেতনতামূলক বিভিন্ন ধরণের কর্মসূচি হাতে নিয়েছে। তা বাস্তবায়ন করতে ভোলাহাট উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও পুলিশের পক্ষ থেকে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটবাজার ও মোড়ে মোড়ে গণজমায়েত সীমিত হয়েছে। অধিকাংশ মানুষ ঘরবন্দী হয়েছে। কমেছে গণপরিবহনও। ভোলাহাট-রহনপুর যাতায়াতের মকরমপুর সৈয়দ সুলতান ব্রিজের টোল ইজারাদার জানান, আগের চেয়ে ৮০ শতাংশ মানুষের যাতায়াত কমে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে আছে। তবে কিছু দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে সরকারের পক্ষ থেকে উপজেলার ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ জানান, ভোলাহাট উপজেলায় মোট ৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। এরমধ্যে ৪৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে আছেন ৩১ জন। উপজেলায় কারো মধ্যে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি বলে জানান তিনি।



আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top