করোনা সন্দেহে নাচোলে একটি পরিবার লকডাউন
                                চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার মোহনবাগান স্মৃতি পাড়া এলাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে স্থানীয় একটি পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, নাচোল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, নাচোল থানার ওসি সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লকডাউনের এ ঘোষণা দেন। এসময় আশেপাশে থাকা অন্যান্য পরিবারগুলোকেও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকারও অনুরোধ জানান উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, পৌর এলাকার মোহনবাগান পাড়ায় ১৮ বছরের এক যুবক চট্রগ্রামে রাজমিস্ত্রির কাজ করত। ঐ যুবক ১৩দিন থেকে বাসায় আসার পর, সর্দি, কাশিসহ বেশকিছু রোগে ভুগছে। যুবকটির ককরোনাভাইরাস সন্দেহে এলাকাবাসী ঐ পরিবারকে লকডাউন করে। পরে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে ঐ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করে। তিনি আরো জানান, করোনা সন্দেহকৃত আক্রান্ত ব্যক্তির পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪ দিনের নিত্য প্রয়োজনীয় খাবারসহ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারটিকে লকডাউন করি। করোনাভাইরাস সন্দেহ যুবকের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। নমুনা পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিবারটি লকডাউনে থাকবে।
এ বিষয়ে নাচোল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া জানান, করোনাভাইরাস সন্দেহ যুবকের নমুনা পরীক্ষা রাজশাহী পাঠানো হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আপাতত পরিবারটি লকডাউনে থাকবে।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, নাচোল থানার মোহনবাগান এলাকার করোনাভাইরাস সন্দেহ পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
আরপি/এসআর
বিষয়: নাচোল করোনা ভাইরাস লকডাউন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: