রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে পিএসএস এর উদ্যোগে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ১৬:০৩

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৩৮

পিএসএস এর উদ্যোগে কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লাখ লাখ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকারসহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান।

তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালো প্রগ্রেসিভ ষ্টার সোসাইটি (পিএসএস)। রবিবার ৫ এপ্রিল ২০২০ সকালে পিএসএস এর রানীহাটি শাখার উদ্যোগে স্থানীয় নাপিত, মুচি, ভ্যান চালক, রিক্সা চালক ও দিনমজুর সহ বিভিন্ন পেশার মোট ৪০ জন কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে সংগঠনটি।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কমর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস, পিএসএস এর নির্বাহী পরিচালক আব্দুস সামাদ, রানীহাটি শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান এবং শিবগঞ্জ শাখা ব্যবস্থাপক আবু সায়েম। এসময় সমাজসেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার দাস সকলকেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর উপর ভরসা, প্রভুর উপাসনা ও সরকারের সার্বিক দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top