রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে করোনা পজেটিভদের পাশে চেয়ারম্যান কাদের


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ০১:৫৮

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৬

ভোলাহাটে করোনা পজেটিভদের খাদ্য বিতরণ করছেন চেয়ারম্যান কাদের

ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৪জন করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে খাদ্য সামগ্রী দিলেন গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

১২ জুন বেলা ১১ টার দিকে গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পরিষদের সচিব মাজহারুল ইসলাম, ইউপি সদস্য ইয়ারুল ও ফাহাদ হোসেন কানারহাট গ্রামের রিনা ও সিফাত, রাধানগর গ্রামের আজম, বজরাটেক গ্রামের বাবর আলীর বাড়ীতে গিয়ে ১৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ৫০০ গ্রাম ডাল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম লবণ ও ১ টি সাবান সহায়তা প্রদান করেন।

এ সময় তাদেরকে সর্তক, নিরাপদে, এবং শারিরীক দূরুত্ব নিশ্চিত করে স্বাস্থবিধি মেনেচলার পরামর্শ দিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন।চেয়ারম্যান আব্দুল কাদের আগামীতে আরো সহায়তা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ৮ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য করোনা পরীক্ষাগারে পাঠালে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। তারপর থেকে তারা নিজ নিজিবাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে।

 

আরপি/এমএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top