রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সরকারী ত্রাণ বিতরণ


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ০১:১৮

আপডেট:
৫ মে ২০২৫ ০১:১৫

ছবি: চাঁপাইনবাবগঞ্জে সরকারী ত্রাণ বিতরণ

করোনাকালীন সরকারী মানবিক ত্রাণ সাহায্যের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১ হাজার ২৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পৌর ভবনে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর ত্রাণ কমিটির আহ্বায়ক মো. জিয়াউর রহমান আরমান, পৌর ত্রাণ কমিটির সদস্য ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল বারেক, সদস্য সচিব মো. ফারুক হোসেন, ট্যাগ অফিসারের প্রতিনিধি পৌর উপসহকারী কৃষি কর্মকর্তা আমানুল্লাহ প্রমুখ।

এ সময় ত্রাণ কমিটির আহ্বায়ক জানান, সরকারী জিআর ক্যাশ বাবদ পাওয়া ৫ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে কেনা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৪ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ১ টি করে বড় সাবান।

তিনি আরও জানান, এই ত্রাণের মাধ্যমে পৌরসভার মাধ্যমে ২৪ হাজার ১৬২ টি পরিবারের মাঝে সরকারী ত্রাণ বিতরণ সম্পন্ন হবে।

এর আগে পৌরসভা ১১ দফায় ১৯২ টন চাল এবং ৯ দফায় জিআর ক্যাশ ও শিশু খাদ্য বাবদ পাওয়া অর্থ থেকে খাদ্য কিনে বিতরণ করেছে। এছাড়াও ওই দুই খাতে প্রাপ্ত ৩ লক্ষ ৫ হাজার টাকা মজুদ রয়েছে।

 

আরপি/আআ-১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top