ভোলাহাটে বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নেশাগ্রস্থ সন্তান বৃদ্ধ বাবাকে নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী অফিসার বরাবর বৃদ্ধ বাবা নিজেই লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই বৃদ্ধ হলেন- উপজেলার মুশরীভূজা গ্রামের মৃতঃ বোগদাদ আলী মন্ডলের ছেলে আলহাজ্ব আব্দুস সালাম।
অভিযোগে উল্লেখ করা হয়, মাদকাসক্ত হয়ে তার ছেলে ছেলে মাসুদ রানা (৩৮) তার উপর শারীরিক ও মানষিকভাবে অত্যচার ও নির্যাতন চালাচ্ছে। নেশাগ্রস্থ অবস্থায় বাড়ীর আসবাবপত্রসহ জোর পূর্বক গরু-ছাগল বিক্রি করছে। তাকে শাসন করতে পারছেন না।
উল্টো বৃদ্ধ বাবাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তার অত্যাচারে প্রতিবেশীরাও অতিষ্ঠ । এসবের প্রতিকার চেয়ে বৃদ্ধ বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে। তিনি একটি লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসার সেটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানার অফিসার ইনর্চাজকে আদেশ দেন।
আরপি/আআ-০২
বিষয়: ভোলাহাট বৃদ্ধ বাবা প্রাণনাশ হুমকি
আপনার মূল্যবান মতামত দিন: