ভোলাহাটে ঢাকাগামী জমজম ট্রাভেলসের উদ্বোধন

ভোলাহাট থেকে ঢাকাগামী জমজম ট্রাভেলস নামে আরো একটি বাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে নিজস্ব কাউন্টারে বাজার কমিটির সভাপতি আফরাজুল হক বাবুর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, ব্যবসায়ি টিপু, ইলিয়াস আলীসহ বাজারের ব্যবসায়ীগণ।
এসময় বলা হয়, উপজেলার ৫টি বাস ঢাকায় যাতায়াত করে থাকে। প্রতিযোগিতায় টিকতে যাত্রী সেবার মান বাড়াতে হবে। বাসটি প্রতিদিন মেডিকেলমোড় হতে সন্ধ্যা ৭টায় কোনাবাড়ী, গাজীপুর, উত্তরা হয়ে মিরপুর-২ ও গাবতলী যাবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বাস সাভাড় নবীনগর, হেমায়েতপুর হয়ে সাভাড় ও মিরপুর-২য়ে যাবে।
বাসের ভোলাহাট টিকিট কাউন্টারের ইনচার্জ জহরুল ইসলাম বলেন, যথেষ্ট চেষ্টা করবেন যাত্রীদের যথাযথ সেবা দেয়ার। পরে মেডিকেলমোড় মসজিদের ইমাম মাওলানা মোঃ রেজুয়ান হক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
আরপি/আআ-০৫
বিষয়: ভোলাহাট জমজম ট্রাভেলস উদ্বোধন কাউন্টার
আপনার মূল্যবান মতামত দিন: