রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাট এখন করোনা মুক্ত


প্রকাশিত:
৯ জুলাই ২০২০ ০১:২৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:৫৫

ছবি: করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা এখন করোনা মুক্ত। মঙ্গলবার (৭ জুলাই) করোনা মুক্ত হলো এই উপজেলা।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ৬ মে হতে ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১২জন নারী পুরুষ করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করে পজেটিভ পাওয়া যায়। পজেটিভ সকল ব্যক্তি বর্তমানে সুস্থ হওয়ায় পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে সুস্থ্য ঘোষণা করা হলো।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ভোলাহাটে ১২ জন পজেটিভ ব্যক্তি পাওয়া গেছে। এর মধ্যে ১ জন প্রতিষ্ঠানিক আইসোলেশনে, ১১জন হোম আইসোলেশনে ছিলেন। এরা সবাই বর্তমানে সুস্থ রয়েছেন। ভোলাহাট উপজেলায় এ পর্যন্ত করোনা নমূনা সংগ্রহ করা হয়েছে ৫ শত ৭ জনের নেগেটিভ হয় ৪শত৪৫জনের এবং স্থগিত রয়েছে ৫০ জনের। 

মঙ্গলবার ৮ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সরকারি সহায়তা প্রদান করা হয়।

 

আরপি/ আআ-০৪

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top