রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে ফেনসিডিলসহ নারী গ্রেফতার


প্রকাশিত:
১১ জুলাই ২০২০ ২৩:৪২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১১:১০

প্রতীকী ছবি

ভোলাহাট উপজেলায় ৩ শত বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারী উপজেলার বিরশরপুর গ্রামের কাউসার আলীর স্ত্রী রুবিয়া খাতুন (৩৫)।

ভোলাহাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১১ জুলাই শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে বিরশরপুর গ্রামের কাউসার আলীর স্ত্রীরুবিয়া খাতুন (৩৫) কে তার বাড়ি থেকে ৩ শত বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

অভিযানের সময় এসআই রাজু আহম্মেদ, এসআই আব্দুস সালাম, এসআই সিরাজ, এসআই শ্যামল, এএসআই ইয়াসিন আলীসহ সঙ্গীয় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এঘটনায় গ্রেফতারকৃত নারীসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলাহাট থানার ওসি নাসিরউদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বাঁকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top