ভোলাহাটে গ্রামপুলিশদের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

ভোলাহাট উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
সরঞ্জামের মধ্যে নেমপ্লেট, ছাতা, টর্চলাইট, জুতাসহ আরো অনেক কিছুই রয়েছে।
পোশাক ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম, তাজকির-উর-জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ।
আরপি/আআ-০৬
বিষয়: ভোলাহাট গ্রাম পুলিশ বিতরণ নেমপ্লেট
আপনার মূল্যবান মতামত দিন: