রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভোলাহাটে সুজন'র মানববন্ধন


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ০৪:৫৬

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৪৭

সুজন'র মানববন্ধন। ছবি: সংবাদদাতা

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা শাখা। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ভোলাহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত জামিল তারেক, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হক, কার্যকরী নির্বাহী সদস্য রুমান আলী, হাসিবুর রহমান নিলয়, সদর ইউনিয়ন শাখার সভাপতি শাহদাত হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জামবাড়ীয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিকাইল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। মানববন্ধনে বক্তারা আরও দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন আগামীতে যেন আইন সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top