রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে বাল্যবিয়ের অপরাধে মোয়াজ্জিন-সহ তিনজনের সাজা


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২০ ০১:১৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ০১:৩৩

বাল্যবিয়ে দেয়ার অপরাধে মোয়াজ্জিন-সহ তিনজনের সাজা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাল্যবিয়ে দেবার অপরাধে বিয়ের ১২ দিন পর বর ও কনের বাবাসহ এক মোয়াজ্জিনকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই সাজা দেয়া হয়।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার মৃত আমজাদ আলীর ছেলে জেন্টু (৪৫) তার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১১ বছর বয়সী মেয়ের সাথে পার্শ্ববর্তী হোসেনভিটা গ্রামের আব্দুল মালেকের ছেলের সাথে গোপনে বিয়ে দেন। যা সরকারী নিয়মে বাল্য বিয়ে হিসেবে গণ্য হয়। আর তাই বিয়ের ১২ দিন পর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে এর সত্যতা পাওয়ায় সেখানেই আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বাল্য বিয়ে নিরোধ আইন/২০১৭ অনুযায়ী মেয়ের বাবা জেন্টু ও ছেলের বাবা আব্দুল মালেক (৫৫) কে পৃথকভাবে এক বছর করে এবং বিয়ে পড়ানোর অপরাধে আলালপুর গ্রামের সহিমুদ্দীনের ছেলে মোয়াজ্জিন বারিউল ইসলাম (৩৭) কে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, যদি বাল্য বিয়ের কোন সংবাদ ২ বছর পরেও পাওয়া যায় সেক্ষেত্রেও অভিযুক্তদের কোন ছাড় দেয়া হবেনা।

আরপি/এএন-০৫

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top