রাজশাহী মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে মহিলা ইউপি সদস্যকে নির্যাতন মামলায় গ্রেফতার ৩


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২০ ০০:০৯

আপডেট:
৩০ নভেম্বর ২০২০ ০০:০৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসী বেগম (বুচিয়া) কে নির্যাতনের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন. কানসাট বাঘিতোলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০), মৃত সাজ্জাদ হোসেনের মেয়ে রোজলী বেগম (৫০) ও তার মেয়ে পারভীন বেগম (২৩)।

এর আগে, ২১ নভেম্বর সন্ধ্যায় কানসাট বাঘিতোলা মোড় এলাকায় রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে শারীরিক নির্যাতন করা হয় সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসী বেগম (বুচিয়া) কে। এমর্মে ৮ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন ফেরদৌসী বেগম (বুচিয়া)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top