রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


রাকাব-এসএমই ফাইন্যান্সিং পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৩০ জুন ২০২১ ০৩:২৫

আপডেট:
৫ মে ২০২৫ ১১:১৯

ছবি: পর্ষদ সভা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সাবসিডিয়ারি কোম্পানি এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। তিনি ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।

সভায় রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন এবং মহাব্যবস্থাপক (পরিচালন) মোঃ জয়নুল ইসলাম তাদের কার্যালয় থেকে এবং সদস্য সচিব ও কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতিসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

 

আরপি/এসআর-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top