রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার নতুন ভবন উদ্বোধন


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৩৭

ছবি: উদ্বোধনী সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ঘোড়াঘাট আজাদ মোড় বাজারে নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক আমিনুল ইসলাম (তুষার)।

প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুর সাত্তার মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ব্যাংক এশিয়ার জেলা শাখা ম্যানেজার চঞ্চল কুমার রায়, রংপুর জোনের আরএম আহসান হাবিব এবং ঘোড়াঘাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আ. আলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ব্যাংক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে জনগণের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া তৃণমূলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে।

প্রধান অতিথি পৌর মেয়র আব্দুর সাত্তার মিলন বলেন, ব্যাংক এশিয়া জনগণকে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এক যুগ আগে তৃণমূলে এসব সুবিধা ছিল না। আজ সাধারণ জনগণ ঘরে বসে সকল সুবিধা ভোগ করতে পারছে।

অনুষ্ঠানে ফিতা কেটে এবং পরে মোনাজাতের মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top