রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


সকালে নয় সন্ধ্যায় এসএসসি পরীক্ষা দেবে তারা


প্রকাশিত:
৯ জুন ২০২২ ০৯:২৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৪

ফাইল ছবি

এসএসসি পরীক্ষা ২০২২ এ সেভেন্থ ডে এডভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীরা শনিবারের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। ধর্মীয় বিধিবিধানের কারণে পরিবর্তিত সময়ে পরীক্ষা নেওয়া হবে তাদের।

বুধবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়, এক্ষেত্রে শিক্ষার্থীদের শনিবারের পরীক্ষায় সকাল ১০টার পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে ও কেন্দ্রের নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে হবে। কোনও অবস্থাতেই তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর তাদের সাথে প্রবেশপত্রে বর্ণিত দ্রব্যাদির বাইরে কিছু থাকবে না। এবং বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে না।

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top