রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


প্রাথমিকে শিক্ষক নিয়োগের রেজাল্ট দেখার উপায়


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২২ ০৫:২০

আপডেট:
৫ মে ২০২৫ ১১:১৬

ফাইল ছবি

৩৭ হাজার ৫৭৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে ফল প্রকাশ করা হয়েছে।

নিয়োগ আবেদনের দুই বছরেরও বেশি সময় পর বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার ৫৭৭টি পদের কথা বলা হলেও আরও পাঁচ হাজার যুক্ত করে এই ফলাফল প্রকাশ করা হয়।

উত্তীর্ণরা মোবাইল নাম্বারে ফলাফলের এসএমএস পাবেন। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে। এই দুটি ওয়েবসাইটে ঢুকলে উত্তীর্ণরা ফল জানতে পারবেন।

২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে এ নিয়োগের আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

এরপর সারাদেশে তিন ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ধাপে লিখিত পরীক্ষায় সবমিলিয়ে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার ৮২৫ জন। তাদের মধ্যে থেকে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top