রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


২১ সালের ঈদের সিনেমার ঘোষণা দিলেন সালমান


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২০ ১০:৫৭

আপডেট:
৫ মে ২০২৫ ০৬:৫৮

সর্বশেষ ‘দাবাং থ্রি’র সাফল্যে পর আগামী বছরের ঈদের সিনেমার নাম ঘোষণা দিয়ে দিলেন সালমান খান। নাম দিয়েছেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

শুক্রবার সালমান জানান, ২০২১ সালের ঈদে মুক্তি পাবে তার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের সিনেমা। সামাজিক যোগাযোগ্যমাধ্যম টুইটে বিষয়টি জানিয়েছেন সালমান।

সাজিদ নাদিয়াদওয়ালার গল্প ও প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন ‘হাউসফুল ফোর’খ্যাত নির্মাতা ফারহাদ শামজির।

জানা গেছে, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন চলছে নায়িকা নির্বাচনের কাজ। অন্যদিকে ২০২০ সালের মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে’।

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top