রাজশাহী মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


বিতর্কের পর মুখ খুললেন সালমান


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:১২

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

সালমান খান। ফাইল ছবি

বড় তারকাদের নিয়ে আলোচনা সমালোচনা লেগেই থাকে। তবে অনেকেই এসব পাত্তা দেন না। আবার অনেকে নিজের অবস্থান পরিষ্কার করতে কথা বলেন। তৈরি হয় আলোচনা। এবার বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের মুখে তিনি কথা বলেছেন। 

প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বি টাউনে রাজ করছেন যিনি। লম্বা এই সময়ে অনেক অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার গড়তে যেমন সাহায্য করেছেন, তেমনই সালমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে- কারও উপর মনক্ষুণ্ন হলে তার ক্যারিয়ার ধ্বংসেও নাকি ভূমিকা রাখেন তিনি।

বছরের পর বছর ধরে যেই গুঞ্জনের তালিকায় জায়গা করে নিয়েছে তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়ের প্রেমিক বিবেক ওবেরয় থেকে শুরু করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, গায়ক অরিজিৎ সিং-এরও নাম।

এসবের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ দাবি করেছেন, সালমান তার ক্যারিয়ার ধ্বংস করেছেন।

এই পরিচালকের ভাষায়, ‘সালমান খান বলিউডের তারকা ব্যবস্থার জনক। তিনি ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা একটি চলচ্চিত্র পরিবারের সদস্য। তিনি এই প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিহিংসাপরায়ণ মানুষ। তারা পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে। আপনি যদি তাদের সাথে একমত না হন তবে তারা আপনার পেছনে পড়ে যাবে।’

হঠাৎ করেই যখন সালমান খানকে নিয়ে আবারও বিতর্কের তৈরি, তখনই বিগ বসের নতুন সিজনের একটি পর্বে মুখ খুলেছেন অভিনেতা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে পরোক্ষভাবেই অস্বীকার করে সালমান বলেছেন, যদি তাকে কখনও ক্যারিয়ার ধ্বংস করতে হয় তাহলে তিনি নিজের ক্যারিয়ার দিয়েই শুরু করবেন।

রোববার বিগ বস শো থেকে খ্যাতি পাওয়া শেহনাজ গিল এসেছিলেন নতুন সিজনের মঞ্চে। সালমানের সাথে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন এবং তাকে অনুরোধ করেছিলেন যে তার ভাই শাহবাজ বাদেশাকে ঘরে ঢুকতে দিন।

শেহনাজ বলেন, ‘স্যার, আপনি এত লোকের ক্যারিয়ার তৈরি করেছেন।’ এর উত্তরে সালমান বলেন, ‘আমি কখন কার ক্যারিয়ার তৈরি করেছি? যিনি ক্যারিয়ার তৈরি করেন তিনি ঈশ্বর।’

এরপর সালমান যোগ করেন, ‘লোকেরা আমাকে ঠাট্টা করে বলে, আমি অনেকের ক্যারিয়ার নষ্ট করেছি। কিন্তু সত্যি কথা বলতে, এটাও আমার হাতে নেই। বলো তো, আমি কার ক্যারিয়ার ধ্বংস করেছি? আজকাল তো আমাকেও অনেকে বলে, শেষ হয়ে যাবে ক্যারিয়ার। নিজের ক্যারিয়ার নিয়েও কখনও কখনও আমি আত্মতুষ্টিতে ভুগি, কিন্তু তারপর আমি সবকিছু আমার নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পরিশ্রম করি।’

এদিকে, শেহনাজ গিলের ভাই শাহবাজ বাদেশা বিগ বস ১৯-এর প্রথম ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হয়েছেন। অনুষ্ঠানটি জিওহটস্টার এবং কালারস টিভিতে দেখা যাবে।

সালমানকে পরবর্তীতে অপূর্ব লাখিয়ার ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে দেখা যাবে। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে নির্মিত এই বহুল প্রতীক্ষিত ছবিটি বর্তমানে নির্মাণাধীন। সাজিদ নাদিয়াদওয়ালার সাথে তার ‘কিক ২’ ছবিটিও পাইপলাইনে রয়েছে।

 

আরপি/এএ



আপনার মূল্যবান মতামত দিন:

Top