রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


স্বামীর মনোযোগ পেতে হাত কেটে রক্তারক্ত সানি লিওন


প্রকাশিত:
৫ মে ২০২০ ২২:৫০

আপডেট:
৫ মে ২০২৫ ১১:১৬

ছবি: সংগৃহীত

তারা ভালো জুটি। বেশ চুটিয়ে প্রেম করে বেড়ান। সারাক্ষণ মেতে থাকেন খুনসুটিতে। সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবর। বর্তমানে লকডাউনে বাড়িতে নিজেই রান্না করছেন সানি লিওন।

সবজি কাটতে গিয়ে হঠাৎ হাত কেটে রক্তারক্তি কাণ্ড করলেন। সানির আঙুলে রক্ত দেখে ভয় পেয়ে গেলেন স্বামী ড্যানিয়েল। কী করবেন ভেবে না পেয়ে যখন দিশেহারা, তখন বুঝলেন সানি নিছক মজা করতেই এরকম করেছেন।

নকল আঙুল আর রঙ দিয়ে তৈরি করেছেন রক্ত। যাতে ড্যানিয়েল ফোন ছেড়ে সানির দিকে নজর দেন। ইদানিং ফোন নিয়েই বেশি ব্যস্ত থাকছেন ড্যানিয়েল। তাই তাকে জব্দ করতে এর আগেও একদিন সানি তার ফোন নিয়ে ড্যানিয়েলকে নিজের ঘরে আটকে রাখেন।

যাতে ড্যানিয়েল মন দিয়ে গান লিখতে পারেন।পুরো ঘটনাটির ভিডিও করেছেন সানি। সেটি বেশ হাসির খোরাক যোগাচ্ছে নেটবাসীদের। ভক্তদের মজা দিতে ইনস্টাগ্রামে প্রায়শই লাইভে আসেন সানি লিওন।

সেসব লাইভে অতিথিদের রাখেন তিনি। কিন্তু সম্প্রতি ড্যানিয়েলকে জব্দ করতে সানি যে প্ল্যান করলেন তাতে বেমালুম বোকা বনে গেছেন ড্যানিয়েল।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top