রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৫০
                                রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৯৪৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। সুস্থ হয়েছে ২৪ হাজার ৪৬৬ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী জেলায় ৬১৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৯ জন, নওগাঁ ১৬৫৬ জন, নাটোর ১২৬১ জন, জয়পুরহাট ১৩৭৮ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৮৯ জন, সিরাজগঞ্জ ২৮১৮ জন ও পাবনা জেলায় ১৭৪৩ জন।
মৃত্যু হওয়া ৩৯৯ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৩ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৩৯৮ জন।
আরপি/ এসআই-১০

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: