রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাজশাহী বিভাগে করোনায় প্রাণ গেল আরও দুইজনের


প্রকাশিত:
১ এপ্রিল ২০২১ ২৩:৪০

আপডেট:
১ এপ্রিল ২০২১ ২৩:৪০

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও দুইজনের। বুধবার বগুড়ায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১১ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ১২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন সুস্থ হয়েছেন ১৭ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯০৭ জন। এদের মধ্যে ২৪ হাজার ৭৯০ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১০৯ জন কোভিড-১৯ রোগী।

আরপি/ এসআই-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top