রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাজশাহী বিভাগে করোনায় আরও তিনজনের মৃত্যু


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ২৩:০৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২১ ২৩:০৫

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের বগুড়া জেলায় দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জে একজন মারা গেছেন।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬২ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিভাগে নতুন ১৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top