রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


বিভাগজুড়ে একদিনে আরও ৯ মৃত্যু


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২১ ২৩:৫৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৫০

ফাইল ছবি

রাজশাহী বিভাগে একদিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে মহামারি করোনায়। এর মধ্যে ৪ জন মারা গেছেন রাজশাহী জেলায়। এছাড়া নাটোরে ৩ জন এবং বগুড়ায় ২ জন মারা গেছেন। এদিন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ নিয়ে বিভাগজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৫৪ জনে।

সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত ৯৪ হাজার ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে গত এক দিনে ২৫৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই দিন রাজশাহীতে ৭৫, বগুড়ায় ৪৬, পাবনায় ৩৯, নাটোরে ৩৫, সিরাজগঞ্জে ২৫, নওগাঁয় ২১, চাঁপাইনবাবগঞ্জে ১০ এবং জয়পুরহাটে ৮ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৯২৩ জন করোনা রোগী। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৯৭ জন। এই এক দিনে হাসপাতালে এসেছেন ৭৯ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ হাজার ৫৫৭ জন।

এ পর্যন্ত বগুড়ায় ৬৪৭, রাজশাহীতে ২৮৯, নাটোরে ১৫৮, চাঁপাইনবাবগঞ্জে ১৪৬, নওগাঁয় ১৩১, সিরাজগঞ্জে ৮৯, জয়পুরহাটে ৫৪ এবং পাবনায় ৪০ জন মারা গেছেন।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top