রাজশাহী শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


রামেক করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২১ ১৬:৫০

আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৫:৪০

ছবি: রামেক করোনা ওয়ার্ড

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন রয়েছেন। ৪ জন করোনা পজিটিভ, একজন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হবার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এনিয়ে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৯০ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭ টি নমুনা পরীক্ষায় ৬০জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top