রাজশাহী বিভাগে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১১২১
                                গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগজুড়ে করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন বগুড়া জেলার বাসিন্দা ও অপরজন রাজশাহী জেলার। এদিন আরও ১ হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৭২০ জনের। এর মধ্যে গত একদিনে শনাক্ত হয়েছে ১ হাজার ১২১ জনের। এদিন সর্বোচ্চ ৩৭৮ জনের ধরা পড়েছে রাজশাহী জেলায়।
এছাড়াও পাবনায় ২০৯ জন, বগুড়ায় ১৬৬ জন, নওগাঁয় ১২০ জন, সিরাজগঞ্জে ৯৬ জন, নাটোরে ৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৯ জন এবং জয়পুরহাটে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৯৭ হাজার ৯১১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৮ জন।
এছাড়াও বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭০০ জন। এর মধ্যে গত একদিনে মারা গেছেন দুই জন।
মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬৯১ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও রাজশাহীর ৩২৮ জন, নাটোরের ১৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬০ জন, নওগাঁর ১৪৫ জন, সিরাজগঞ্জের ৯৬ জন, জয়পুরহাটের ৬৫ জন এবং পাবনার ৪০ জন মারা গেছেন।
এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৫৩ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১২৪ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৮ জন।
আরপি/এসআর-০৯

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: