রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


বিভাগজুড়ে আরও ৮৩ জনের করোনা, মৃত্যু ১


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৯

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:১২

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন বিভাগে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৪৩ জনের। এ নিয়ে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯১ জনে।

একই সময়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন রোগী। ২৪ ঘণ্টায় বিভাগের একমাত্র মৃত ব্যক্তির বাড়ি বগুড়ায়। এছাড়া বিভাগের বাকি সাত জেলায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায় নি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, এদিন সর্বোচ্চ ৫৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪ শতাংশ।

এছাড়াও রাজশাহীতে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৮ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৮ শতাংশ।

নাটোরে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২০ শতাংশ।

নওগাঁয় ২৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১২ শতাংশ।

সিরাজগঞ্জে ১১১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ১৩ শতাংশ।

বগুড়ায় ২২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ২ শতাংশ।

জয়পুরহাটে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। জেলায় করোনা সংক্রমণের হার ৪ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১ লাখ ১৩ হাজার ০৮১ জন। এদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৯ হাজার ৪২৬ জন। গত একদিনে ভর্তি হয়েছেন ৮ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে বিভাগজুড়ে মারা গেছেন ১ হাজার ৭৪৪ জন। এদের মধ্যে গত একদিনে মারা গেছেন একজন। মৃতদের মধ্যে সর্বোচ্চ ৭০৫ জন বগুড়া জেলার বাসিন্দা।

এছাড়াও রাজশাহীর ৩৪০ জন, নাটোরের ১৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৩ জন, নওগাঁর ১৫০ জন, সিরাজগঞ্জের ৯৮ জন, জয়পুরহাটের ৬৭ জন এবং পাবনার ৪২ জন মারা গেছেন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪১ জন। গত একদিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১৮৪ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ জন।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top