রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


 চুয়াডাঙ্গায় ১৯ ডেঙ্গু  রোগী শঙ্কামুক্ত


প্রকাশিত:
২৩ আগস্ট ২০১৯ ০১:৫০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩৮

চুয়াডাঙ্গায় শনাক্তকৃত ১৯ ডেঙ্গু রোগী শঙ্কামুক্ত হয়েছে বলে জানিয়েছে  স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার এমনটা জানা গেছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক শিশুসহ ১০ জন। ভর্তি হওয়া রোগীরা সবাই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির।

এদিকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস আজ সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নিতে হাসপাতালে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ ও আরএমও ডা. শামীম কবির।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন,‘পরীক্ষার জন্য দ্রুততম সময়ে কিট আনা হয়েছে। আপাতত ডেঙ্গু জোন চালু করে চিকিৎসা চলছে।’

এছাড়া ডেঙ্গু রোগীদের কথা বিবেচনা করে নবনির্মিত ১৫০ শয্যার ভবনের আংশিক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top